কিশোরগঞ্জে চীনে প্রশিক্ষিত শিল্পীদের অ্যাক্রোবেটিক শো
সিঙ্গেল হুইল সাইক্লিং ব্যালেন্স প্রদর্শন করা হচ্ছে -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে চীনে
প্রশিক্ষিত শিল্পীদের
অ্যাক্রোবেটিক শো
# নিজস্ব প্রতিবেদক :-
চীনে প্রশিক্ষিত ২০ জন শিল্পী গতকাল ১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মঞ্চে মনোরম অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করেছেন। এর মধ্যে সিঙ্গেল হুইল সাইক্লিং ব্যালেন্স, ড্রাম ব্যালেন্স, রোলার ব্যালেন্স, লেডার ব্যালেন্স, পাইপ ব্যালেন্স, জাগলারি, মুখে আগুন নিয়ে খেলা, দড়ি, লাটিম, ইটসহ বিভিন্স উপকরণ দিয়ে ব্যালেন্সসহ নানা শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এসময় শিল্পকলা মিলনতায়নে প্রচুর দর্শক উপস্থিত থেকে দেড় ঘণ্টার এ অ্যাক্রোবেটিক শো উপভোগ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অ্যাক্রোবেটিক শোটির নির্দেশনায় ছিলেন আবু মুসা। একতা নাট্যগোষ্ঠীর পরিচালক বাবু মানস করের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে জেলা শিল্পকলার সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী শিল্পীদের ধন্যবাদ জানান এবং দর্শকদের চাহিদা থাকলে এ ধরনের শো আরও প্রদর্শন করা হবে বলে ঘোষণা দেন।
বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী -পূর্বকণ্ঠ
কোন মন্তব্য নেই: